Monday, 8 November 2021

নই তো কবি— তাই বলে কি আসবে না মোর ছন্দ??

 

Wadud Khan

নই তো লেখক, তাই বলে কি—

মনের কথা লিখব না?

আমার মনের দহন-ব্যথা

ইচ্ছেমতো আঁকব না? 


নই তো কবি, তাই বলে কি—

আসবে না মোর ছন্দ?

সরবে না কি তৈরি হওয়া—

মনের দ্বিধা-দ্বন্দ্ব?


নই তো ধনী, তাই বলে কি—

স্বপ্ন আমার থাকবে না?

জন্ম থেকে মৃত্যু অবধি—

পাব কেবল সান্ত্বনা?


আতেল আমি, তবুও লিখি—

বেতাল মনের কবিতা। 

নিজের সাধে নিজেই উড়ি—

ভাবুক লোকে যা খুশি তা।


লেখা— ওয়াদুদ খান