প্রয়োজনে ফোন করুন: ০১৭৮৫-৫৬২০৮০
আমাদের উচিত মানুষের জন্য ভালো কিছু করে যাওয়া। আমরা কে কতদিন বেঁচে থাকবো জানি না। যেকোনো সময় হারিয়ে যাব অন্ধকারের অতল তলে। অনন্ত অমা গ্রাসে চলে গেলে কেউ কোনোদিন মনের ভুলেও নেবে না খোঁজ। তখন শুধু আফসোস করতে হবে। তাই, হারিয়ে মহাকালের অন্তহীন শূন্যে হারিয়ে যাবার আগেই কিছু করে যেতে হবে আমাদের। অন্তত আমার পাশে থাকা মানুষদের জন্য। কে কখন বিপদে পড়বে বলা যায় না। অনেক কোটিপতিদের দেখেছি- গরিবের দিকে বাড়িয়ে দিয়েছে দুহাত একটু আর্থিক সাহায্যের জন্য। গরিব হতে সময় লাগে সামান্যই। কত বড়োলোক আজ ক্যানসারে আক্রান্ত। টাকা লেগে যাচ্ছে কয়েক কোটি। 'কোটি টাকা' এক জীবনে কামাতে পারে কজন? অথচ, স্বজনের খোঁজ রাখে না তারা। এ জীবন পরীক্ষা ছাড়া কিছু তো নয়।"তাই আসুন, কিছু করি। সাধ্য অনুযায়ী কিছু করে যাই। কিছু করার জন্য লড়ে যাই।
অনেকেই ফোনে কিংবা সাক্ষাতে জিজ্ঞেস করেন আমাকে, "গুরু, কীভাবে ভালো থাকা যায়? চিন্তার সমুদ্রে ডুবে থেকে কীভাবে বেঁচে থাকা যায়? কীভাবে পাওয়া যেতে পারে অন্তহীন অশান্তির দুনিয়ায় দু'দণ্ড শান্তি? কীভাবে পাওয়া যায় অফুরন্ত মানসিক সুস্থতা?"আমি শুধু বলি, "নামায পড়ো ওহে ভক্ত। নামায পড়ো। নামাযেই স্বস্তি, শান্তি, সুস্থতা- সব।
আপনার যদি সময় ও ধৈর্য থাকে, তাহলে একটু ঘুরে আসতে পারেন আমাদের ফেসবুক ফ্যান পেজ থেকে। হয়তো আপনি এমন একটি প্রয়োজনীয় পেজই দীর্ঘদিন ধরে খুঁজে চলেছেন। আমাদের পেজে ঢুকতে ভিজিট করুন এই লিংকে: ইংরেজি স্যারের বাংলা ক্লাস | ওয়াদুদ খান
বই কিনে পড়ার অভ্যাস করুন। প্রয়োজনে ফোন করুন: ০১৭৮৫-৫৬২০৮০
Wadud Khan is an English teacher of a government college. He successfully completed his Honours and Masters degree in English Literature. Later on he appeared in the competitive BCS exam and he became a BCS cadre officer. His main habit is writing Bangla Literature. His four novels, many poems and short stories have already been published. Every year in Ekushey Book Fair, his new and newer books are being published. He has been running a Facebook Fan Page since 2016 to help the enthusiastic learners.
ওয়াদুদ খান একজন জনপ্রিয় লেখক। এই সাইটটিতে প্রতিদিন গড়ে প্রায় ২০০০ ক্লিক পড়ে। আপনার পণ্যের প্রচারের স্বার্থে অল্প খরচে এই সাইটটিতে বিজ্ঞাপন দিতে পারেন। বিজ্ঞাপনের জন্য ফোন করুনঃ- ০১৭৮৫-৫৬২০৮০
0 মন্তব্য(গুলি):
Post a Comment