Showing posts with label বিদ্রোহী কবিতা. Show all posts
Showing posts with label বিদ্রোহী কবিতা. Show all posts

Thursday, 21 September 2017

জনতার আগুন (যে আগুন জ্বললে নেভানো কঠিন)


চারদিকে হুশহীন ঘুষখোর অফিসার
পা-চাটা পাবলিক ডাকে তবুও "স্যার! স্যার!"
মুখে ওরা রাতদিন নীতিকথা আওড়ায়
চুপচাপ বসে ওরা সুদ-দুধ- সব খায়।
গরীবেরে চুষে খেয়ে, দেয় কিছু অন্ন
চারদিকে উঠে রব, "ধন্য, হে ধন্য!"

যতদিন জনতা নিরিবিলি ঘুমাবে
ততদিন ওরা সাধে দেশটাকে লুটাবে।
আয় আম জনতা- নে রে লাঠি, সুরকি
মরছি তো মরবোই, তবে আর ডর কী!
এইবার শেষবার জ্বলে উঠা আগুনে
ঘুষখোর, সুদখোর- পাঠাবো সব শ্মশানে।


ঘুষ দেয়া-নেয়ার প্রতীকী চিত্র



ওয়াদুদ খান
সদরপুর, ফরিদপুর
২৬ ডিসেম্বর, ২০১৬