ঢালি তেল, দেখি খেল, হই না ফেল

আমি ভাই এক বোকা সোকা লোক
অল্প সল্প বুঝি,
তাই নিজেকে বাঁচাতে, উপরে উঠতে
করেছি শুরু তেলবাজি।

অফিসের বসকে 'জি হুজুর'
বলে ডাকি।
সারাক্ষণ তাঁর 
আশেপাশে থাকি।
সুযোগ পেলেই -
তার সারা গায়ে মারি তেল।
করি না আমি তাই 
কোনো কাজে ফেল।
এ বিচিত্র বঙ্গদেশে 
আজ চলছে তেলের খেল।


বর্তমান চালচিত্র


তেল মারামারি হয়েছে শিল্প,
তাই বাড়ছে তেলের দাম।
আলু ফলিয়ে মরছে চাষী,
ব্যর্থ ওদের ঘাম।

তেল মারার বদলে 
যদি আলুমারা হতো শুরু,
বাড়তো আলুর দাম,
চাষীরাই হতো নাটের গুরু।

ওয়াদুদ খান
প্রভাষক, ইংরেজি
সদরপুর সরকারি কলেজ, ফরিদপুর
০২ ফেব্রুয়ারি ২০১৪

0 মন্তব্য(গুলি):

Post a Comment