কাছে ডেকে দাদাজান নিরিবিলি বলে যায়,
"এইদেশে পাবলিক যত পায়, তত চায়
কলজেটা ভুনা করে যদি দাও থালাতে
"নুন কম" বলে তবুও কাতরাবে জ্বালাতে।
বসতে দিছো যদি, চলে যাবে বিছানায়
এইদেশে পাবলিক যত খায়, তত চায়।"
আমি বলি, "এত কথা বলো কেন দাদা গো?
এইদেশে সবই লাগে গোলকের ধাঁধা গো।
চালাকের দল ভাবে বাকি সবে গাধা গো
সত্যিটা বললেই আসে খালি বাধা গো।"
দাদাজান কেশে বলে, "একি কথা শুনলাম!
জলের আর তেলের- হয়ে গেছে সম দাম?
রান্নাও হয় নাকি তেল ছাড়া জল দিয়ে?
সৎ লোকে পস্তায়, কাজ চলে খল দিয়ে!"
আমি বলি, "পেঁচিয়ো না, খুলে বলো সবটা
ভালো আর লাগে না গো রঙের এই ভবটা।"
এইবার শেষবার দাদা জট খুলে দেয়
শেষকথা সোজা করে আমাকে সে বলে দেয়,
"চারিদিকে হইচই -পড়ে গেছে কলরব!
যদু, মধু, রাম, শ্যাম- সবার নাকি একই জব?
বিসিএস ছাড়াই নাকি ঢুকে গেছে ক্যাডারে?
তেল-জল সবই এক- এদেশের বাজারে!"
ওয়াদুদ খান
প্রভাষক, ইংরেজি
সদরপুর সরকারি কলেজ, ফরিদপুর
০১৭৮৫-৫৬২০৮০
"এইদেশে পাবলিক যত পায়, তত চায়
কলজেটা ভুনা করে যদি দাও থালাতে
"নুন কম" বলে তবুও কাতরাবে জ্বালাতে।
বসতে দিছো যদি, চলে যাবে বিছানায়
এইদেশে পাবলিক যত খায়, তত চায়।"
আমি বলি, "এত কথা বলো কেন দাদা গো?
এইদেশে সবই লাগে গোলকের ধাঁধা গো।
চালাকের দল ভাবে বাকি সবে গাধা গো
সত্যিটা বললেই আসে খালি বাধা গো।"
দাদাজান কেশে বলে, "একি কথা শুনলাম!
জলের আর তেলের- হয়ে গেছে সম দাম?
রান্নাও হয় নাকি তেল ছাড়া জল দিয়ে?
সৎ লোকে পস্তায়, কাজ চলে খল দিয়ে!"
আমি বলি, "পেঁচিয়ো না, খুলে বলো সবটা
ভালো আর লাগে না গো রঙের এই ভবটা।"
এইবার শেষবার দাদা জট খুলে দেয়
শেষকথা সোজা করে আমাকে সে বলে দেয়,
"চারিদিকে হইচই -পড়ে গেছে কলরব!
যদু, মধু, রাম, শ্যাম- সবার নাকি একই জব?
বিসিএস ছাড়াই নাকি ঢুকে গেছে ক্যাডারে?
তেল-জল সবই এক- এদেশের বাজারে!"
ওয়াদুদ খান
প্রভাষক, ইংরেজি
সদরপুর সরকারি কলেজ, ফরিদপুর
০১৭৮৫-৫৬২০৮০
0 মন্তব্য(গুলি):
Post a Comment