অবশেষে ডাক দিয়ে কইলাম, "শালা রে,
চাস যদি চাকরি আছে খোঁজ মেলা রে।"
ঠোঁট থেকে বিড়ি ফেলে শালা কয়, "দুলাভাই,
এই দেশে চাকরির কোথা গেলে দেখা পাই?
চারদিকে হাহাকার চাকরির বাজারে
শিরনি, মান্নত কত দিছি মাজারে।
হয়না তো চাকরি, দিন যায় হতাশায়..."
আমি কই, "টাকা ঢেলে চাকরিটা পাওয়া যায়।
তেল মেরে টাকা ঢেলে কলেজে ঢুকে যা
তারপর, বুঝবি- এ খেলের মাজেজা!"
অবশেষে শালা মোর চাকরিটা জুটে নেয়
ইদানীং দেখা হলে সালামটা জোরে দেয়।
হাসি দিয়ে কয় মোরে, "ঢুকে গেছি ক্যাডারে!
মোর মতো এত লাকি আছে আর কেডা রে?"
লেখা: ওয়াদুদ খান
সদরপুর, ফরিদপুর
৪ আগস্ট, ২০১৭
চাস যদি চাকরি আছে খোঁজ মেলা রে।"
ঠোঁট থেকে বিড়ি ফেলে শালা কয়, "দুলাভাই,
এই দেশে চাকরির কোথা গেলে দেখা পাই?
চারদিকে হাহাকার চাকরির বাজারে
শিরনি, মান্নত কত দিছি মাজারে।
হয়না তো চাকরি, দিন যায় হতাশায়..."
আমি কই, "টাকা ঢেলে চাকরিটা পাওয়া যায়।
তেল মেরে টাকা ঢেলে কলেজে ঢুকে যা
তারপর, বুঝবি- এ খেলের মাজেজা!"
অবশেষে শালা মোর চাকরিটা জুটে নেয়
ইদানীং দেখা হলে সালামটা জোরে দেয়।
হাসি দিয়ে কয় মোরে, "ঢুকে গেছি ক্যাডারে!
মোর মতো এত লাকি আছে আর কেডা রে?"
লেখা: ওয়াদুদ খান
সদরপুর, ফরিদপুর
৪ আগস্ট, ২০১৭
valo laglo....
ReplyDelete