"শুনছ নাকি ও দাদা গো, শুনছ নাকি খবর?
পোলাপানের দাবির চাপে কোটার হলো কবর!
তাই যদি হয় তুমিই বলো- ক্যামনে পাবো জব?
আমি গাধা নাই তো মেধা- ভালোই জানো সব।
বাচ্চাগুলো দিবস-রাতি দিক না যতই খোটা
এই দেশেতে চাকরি পেতে লাগবেই আমার কোটা।
কোটা ছাড়া যায় কি পাড়া- দাঁড়িয়ে-বসে আম?
গাছের তলায় শূন্য হাতে ঝরবে পিঠের ঘাম!
ও দাদা গো চুপ আছ ক্যান? কিছু একটা করো-
কোটার জন্য লাগলে আবার অস্ত্র হাতে লড়ো।
কোটা যদি না থেকে মোর চাকরি ক্যামনে হবে?
তোমার নাতি হয়ে আমার লাভটা কী আর তবে?"
মুখ খুলে কয় দাদা এবার, "শোনো আমার নাতি,
মেধা ছাড়া কোনো গাধার থাকবে না আর গতি।
যুদ্ধে গেছি দেশের তরে কোটার জন্য নয় রে
দেশ পেয়েছি সব পেয়েছি এতেই মোদের জয় রে!
পড়াশোনা করলে বেশি চাকরি ঠিকই আছে
মেধাশূন্য বাচ্চাগুলো ঘুরছে কোটার পিছে।
কোটা গেছে বেশ হয়েছে মজায় আছি এখন-
এবার ঠিকই হবে পূরণ জাতির পিতার ভিশন!"
কবি ও কথাশিল্পী
0 মন্তব্য(গুলি):
Post a Comment