কবি: সেদিন দেখলাম পেপারে-
শিক্ষকের পাছায় ছাত্র মারছে লাথি।
বাবা: ওরাই এ যুগের
সোনার ছেলে, ভবিষ্যতের বাতি।
কবি: পেপারে পড়লাম, ইউএনওর গালে
এক নেতায় মেরেছে চড়।
বাবা: সন্ত্রাসী ক্যাডার এ যুগের
সেরা ক্যাডার, তারাই পাচ্ছে আদর।
কবি: সেদিন বাজারে দেখি,
পানির দামে বিক্রি হচ্ছে আলু।
বাবা: গরীবের তো মরারই কথা,
মোটা হবে মামু, খালু।
কবি: ফেসবুকে এখন পরীক্ষার আগেই
প্রশ্ন হচ্ছে ফাস।
বাবা: এ কলি যুগে
গরুর বদলে বাঘে খাচ্ছে ঘাস।
কবি: চাকরির বাজারে ইদানীং
মেধার চেয়ে কোটার জোরটা বেশি।
বাবা: জ্ঞানীরা এ যুগে বলির পাঠা,
মূর্খরা জানে বেশি।
কবি: খেয়াল করেছেন, বাবার চেয়ে
অনেক জানে এ যুগের ছেলে।
বাবা: খেলোয়াড়রা এ যুগে দর্শক,
আর দর্শকরাই খেলে।
কবি: নষ্টরা এ যুগে উঠে গেছে
জনপ্রিয়তার তুঙ্গে।
বাবা: সব সম্ভব এখন
এই বিচিত্র বঙ্গে।
লেখা: ওয়াদুদ খান
প্রভাষক, ইংরেজি
সদরপুর সরকারি কলেজ, ফরিদপুর
১৬ মে, ২০১৬
শিক্ষকের পাছায় ছাত্র মারছে লাথি।
বাবা: ওরাই এ যুগের
সোনার ছেলে, ভবিষ্যতের বাতি।
আ.লীগ নেতাকে 'অপমান' করায় ইউএনওকে মারধর
সূত্র: প্রথম আলো, (ফেনী অফিস) ০৭ মে, ২০১৬
|
কবি: পেপারে পড়লাম, ইউএনওর গালে
এক নেতায় মেরেছে চড়।
বাবা: সন্ত্রাসী ক্যাডার এ যুগের
সেরা ক্যাডার, তারাই পাচ্ছে আদর।
কবি: সেদিন বাজারে দেখি,
পানির দামে বিক্রি হচ্ছে আলু।
বাবা: গরীবের তো মরারই কথা,
মোটা হবে মামু, খালু।
কবি: ফেসবুকে এখন পরীক্ষার আগেই
প্রশ্ন হচ্ছে ফাস।
বাবা: এ কলি যুগে
গরুর বদলে বাঘে খাচ্ছে ঘাস।
কবি: চাকরির বাজারে ইদানীং
মেধার চেয়ে কোটার জোরটা বেশি।
বাবা: জ্ঞানীরা এ যুগে বলির পাঠা,
মূর্খরা জানে বেশি।
কবি: খেয়াল করেছেন, বাবার চেয়ে
অনেক জানে এ যুগের ছেলে।
বাবা: খেলোয়াড়রা এ যুগে দর্শক,
আর দর্শকরাই খেলে।
কবি: নষ্টরা এ যুগে উঠে গেছে
জনপ্রিয়তার তুঙ্গে।
বাবা: সব সম্ভব এখন
এই বিচিত্র বঙ্গে।
লেখা: ওয়াদুদ খান
প্রভাষক, ইংরেজি
সদরপুর সরকারি কলেজ, ফরিদপুর
১৬ মে, ২০১৬
0 মন্তব্য(গুলি):
Post a Comment