Showing posts with label প্রতিবাদী কবিতা. Show all posts
Showing posts with label প্রতিবাদী কবিতা. Show all posts

Friday, 30 March 2018

কিছু লোকে ধর্ষক; বাকি সবে দর্শক

ভুল করে চোখ যদি পড়ে যায় খবরে
মন বলে যাই চলে আন্ধার কবরে।
এ-কি হাল হয়ে গেল আমাদের দেশটার?
মেয়েদের লুটে খায় ড্রাইভার, হেল্পার।
ক্ষমতায় নারী তবুও নারীরাই অসহায়
ধর্ষণ বাড়ছেই যত দিন-রাত যায়।
ফেসবুকে হাহাকার তাতে ওরা দমে না
শাহবাগে জমলেও ওরা তবুও থামে না।

দেশ এখন দুইভাগ, একভাগে ধর্ষক
বাকি যারা নিরীহ, তারা সবে দর্শক।
শিশু কি-বা বুড়ো হোক নারী যদি জুটে যায়
বাসে কি-বা মাইক্রোতে ওরা মজা লুটে খায়।
ধর্ষক হাওয়া খায় জেলে কি-বা জামিনে
জনতারে মারে প্যাচ এদেশের আইনে।

এই দ্যাশ, আজ শ্যাষ কোথা গেলে আলো পাই?
মন্দে সয়লাব, কোথা গেলে ভালো পাই?

ওয়াদুদ খান
০৩ সেপ্টেম্বর, ২০১৭

Monday, 4 September 2017

নোবেল চাই, দিতে হবে


"মানুষকে তাজা খাও", এই বাজে নীতি যার
অশান্তি লাগালে হয় দিল খুশি যার
চেনো নাকি তারে কেউ?
নারী-শিশু কেঁদে দিলে করে ওঠে ঘেউঘেউ।
তিন বেলা খায় সে যে মানুষের মাংস
শান্তিকে বেঁচে দিয়ে কিনে আনে ধ্বংস
দেখেছো কি তাঁরে কেউ?
শিশু-নারী কেঁদে দিলে করে ওঠে ঘেউঘেউ।
নোবেলটা পেয়ে গেছে রাক্ষসী সু-চিটা
তবে কেন বঞ্চিত কসাই আর মুচিটা?
কসাইটা গরু খালে, মানুষ তো খালে না
নোবেলটা চাই তাঁর, ইচ্ছেটা টলে না।

ছবিটি ফেসবুক থেকে সংগৃহিত  

ঋণ দিয়ে সুদ নিয়ে চুষে খেয়ে রক্ত
জন মহাজন হলো গরিবের ভক্ত
চেনো নাকি তাঁরে কেউ?
গরিবেরা কাছে গেলে করে ওঠে ঘেউঘেউ।
সুদ খেয়ে হাসি দেয় গরিবের বন্ধু
এক ফোঁটা জল ঢেলে ভেবে নেয় সিন্ধু।
দেখেছো কি তারে কেউ?
গরিবেরা কাছে গেলে করে ওঠে ঘেউঘেউ।
নোবেলটা পেয়ে গেছে দেশ সেরা সুদখোর
তবে কেন বঞ্চিত নিয়মিত গাঁজাখোর?
গাঁজা খেয়ে করেনি তো অন্যের অপকার
এবারের নোবেলটা এক দফা, দাবি তাঁর।

লেখা: ওয়াদুদ খান
০৩ সেপ্টেম্বর, ২০১৭
টাঙ্গাইল

Sunday, 27 August 2017

ওরাও মানুষ (ভাগ্য শুধু করলো প্রবঞ্চনা)


তোমরা যারা পাঁচতলাতে
বসে ভাবছো, "আমরা মানুষ।"
বুঝবে কি আর গাছতলাতে
যারা আছে, তারাও মানুষ?


রাখাইনের মংডু গ্রামেও
লাল রক্তের মানুষ থাকে।
হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ
সবাই মানুষ- মারছো কাকে?



সূত্র: প্রথম আলো (২৮/০৮/১৭)


জ্বলছে মানুষ, পুড়ছে মানুষ
মরছে মানুষ, মানবতা
রক্ত লাল নহর দেখেও
মানুষেরই নিরবতা।


জগতজুড়ে এত মানুষ
তবুও মানুষ খুঁজে যাই।
দেখতে লাগে মানুষ মানুষ
আসলে আর মানুষ নাই।

ওয়াদুদ খান
সদরপুর, ফরিদপুর
২১ নভেম্বর, ২০১৬