Tuesday, 29 August 2017

নই তো কবি

নই তো লেখক, তাই বলে কি
মনের কথা লিখবো না?
আমার মনের দহন ব্যথা
ইচ্ছে মতো আঁকবো না?


নই তো কবি, তাই বলে কি
আসবে না মোর ছন্দ?
সরবে না কি তৈরি হওয়া
মনের দ্বিধা দ্বন্দ্ব?

নই তো ধনী, তাই বলে কি
স্বপ্ন আমার থাকবে না?
জন্ম থেকে মৃত্যু অব্দি
পাবো কেবল সান্ত্বনা?

আতেল আমি, তবুও লিখি
বেতাল মনের কবিতা।
নিজের সাধে নিজেই উড়ি
ভাবুক লোকে যা খুশি তা।

ওয়াদুদ খান 
২৯ সেপ্টেম্বর, ২০১৬
সদরপুর, ফরিদপুর।

0 মন্তব্য(গুলি):

Post a Comment