Thursday, 21 September 2017

জনতার আগুন (যে আগুন জ্বললে নেভানো কঠিন)


চারদিকে হুশহীন ঘুষখোর অফিসার
পা-চাটা পাবলিক ডাকে তবুও "স্যার! স্যার!"
মুখে ওরা রাতদিন নীতিকথা আওড়ায়
চুপচাপ বসে ওরা সুদ-দুধ- সব খায়।
গরীবেরে চুষে খেয়ে, দেয় কিছু অন্ন
চারদিকে উঠে রব, "ধন্য, হে ধন্য!"

যতদিন জনতা নিরিবিলি ঘুমাবে
ততদিন ওরা সাধে দেশটাকে লুটাবে।
আয় আম জনতা- নে রে লাঠি, সুরকি
মরছি তো মরবোই, তবে আর ডর কী!
এইবার শেষবার জ্বলে উঠা আগুনে
ঘুষখোর, সুদখোর- পাঠাবো সব শ্মশানে।


ঘুষ দেয়া-নেয়ার প্রতীকী চিত্র



ওয়াদুদ খান
সদরপুর, ফরিদপুর
২৬ ডিসেম্বর, ২০১৬

0 মন্তব্য(গুলি):

Post a Comment