Friday, 15 September 2017

কুরবানিও ফ্যাশন এখন



কুরবানি আজ ত্যাগ বুঝায় না
বুঝায় তোলা সেলফি
ট্যাগ করা হয় বন্ধু-স্বজন
দ্যাখ রে গরু কিনছি।

কুরবানি আজ হইছে ফ্যাশন
ফেবুর লাগি স্ট্যাটাস
আমার গরু এত্ত বড়ো
খাচ্ছে ভুষি, খাচ্ছে ঘাস।

কুরবানি আজ লোক দেখানো
সমাজ জুড়ে কম্পিটিশন
তোমার গরু পিচ্চি এত-
আমার গরু মোটকু ভীষণ।

কুরবানি আজ ফ্রিজমুখী
গরীব-দুখীর অংশ নাই
বছর জুড়ে মাংস খাওয়া
নিয়্যত ছহীর বংশ নাই।

কুরবানি আজ কুরবানি নাই
হয়ে গেছে ট্র‍্যাডিশান
ঋণ করে তাই- কুরবানি চাই
রাখতে বংশের সম্মান!


ছবিটি ইন্টারনেট থেকে সংগৃহীত 

সদরপুর, ফরিদপুর
লেখার তারিখ: ১৫ সেপ্টেম্বর, ২০১৬ 

0 মন্তব্য(গুলি):

Post a Comment