Wednesday, 3 October 2018

একদা প্রিয়তম | রোম্যান্টিক কবিতা | ট্র‍্যাজিক এন্ডিং




একদা প্রিয়তম,

তুমি কি ভেবেছো
কোনো খবর রাখিনি তোমার?
ঢাকা গিয়ে আধুনিক হয়ে
নব্য ফ্যাশনেবল প্রেমিকা পেয়ে
আমাকে ভুলে গেলেও,
আমি কিন্তু সব মনে রেখেছি।

কত স্মৃতি হারিয়েছে
বিস্মৃতির অন্ধকারে
ভুলে গেছি বান্ধবীদের নাম,
কিন্তু তোমার প্রতিটা কথা
মনের খাতায় লেখা কবিতার মতো
আজও ছন্দ তুলে
নদীর ঢেউ তুলে
দুচোখ বেয়ে বৃষ্টি নামে।

কত খবর নিয়েছি তোমার ...

শুনেছি ভার্সিটি ক্যাম্পাসে,
কিংবা বিভিন্ন পার্কে
প্যান্ট শার্ট পড়া এক মেয়ের সাথে তোমাকে
অন্তরঙ্গভাবে দেখা যায়।

তবুও
বোকা মেয়ের মতো
কতদিন সারাদিন
তোমার অপেক্ষায় থেকেছি
ভেবেছি তুমি আসবে
নীড়ে ফিরবে ।
শহর জুড়ে কাচের কোকিল
তুমি বুঝবে।

সেই দুরন্ত কৈশোরে
কিছু কবিতা
কিছু চিঠি
আর চোখ বন্ধ করে
হাতের তালুতে চুমু দিয়ে
শিখিয়েছিলে
ভালোবাসা কারে কয়?

সেই কবিতার ছন্দে
এখনো হারাই
চিঠির ভাষায়
এখনো মাতাল হই।
আলোড়িত হই
সেই চুমুর উষ্ণতায়।

আর তুমি কিনা ......???

ক্লান্ত চোখে একদিন
তোমাকে দেখলাম
ফিরে এসেছো
তবে একা নও,
সাথে তোমার লাইফ পার্টনার।
হ্যাপি কাপল।

ইতি
একদা প্রিয়তমা

লেখা: ওয়াদুদ খান 
তারিখ: ২৬ অক্টোবর, ২০১০

1 comment: