বড়ো ভয়ে বেঁচে আছি |
বড়ো ভয়ে বেঁচে আছি
ইদানীং প্রকাশ্যে কাশতে ভয় পাই ভয় পাই হাসতেও
কি হাসিতে, কি কাশিতে
বিপদের আনাগোনা দেখি
বড়ো ভয়ে বেঁচে আছি।
জনাকীর্ণ রাস্তার পাশে দাঁড়িয়ে
জোরে কথা বলতে পারি না
পারি না সবেগে মুতে দিতেও
কি কথায়, কি মোতায়
বিপদের আনাগোনা দেখি
বড়ো ভয়ে বেঁচে আছি।
তোমাদের নষ্ট নগরে প্রকাশ্যে
গলা ছেড়ে গান গাইতে পারি না
পারি না বিড়িতে সুখটান দিতেও
কি গানে, কি টানে
বিপদের আনাগোনা দেখি
বড়ো ভয়ে বেঁচে আছি।
দুঃসময়ের কবলে পড়া এই আমি-
স্বাধীনচেতা কবি হতে পারি না
পারি না ফেসবুকে
খিলখিল করে হাসা ছবি দিতেও
কি কবিতে, কি ছবিতে
বিপদের আনাগোনা দেখি
বড়ো ভয়ে বেঁচে আছি।
১৬ আগস্ট, ২০১৮
সদরপুর, ফরিদপুর
0 মন্তব্য(গুলি):
Post a Comment