Sunday, 31 December 2017

নববর্ষ নিয়ে মজার কবিতা (আসুন, একটু হাসি)

ও গো নববর্ষ হে নববর্ষ,  তুমি তো এলেই না বলে সারা বাংলায় নির্দয় কুয়াশা ঢেলে Young মেয়ে, young ছেলে  করবে fun আজ লজ্জা ফেলে অনেকেই খাবে মদ হবে বদ বলবে, "করিনা কিছু care. ফাটাফাটি Happy NEW...

Friday, 22 December 2017

মুক্তিযুদ্ধের গল্প বলি......

সালটি ১৯৭১। মাসটি ছিল জুলাই। ভরা বর্ষা। চারদিকে পানি থৈ থৈ করছে। প্রচন্ড ভয় নিয়ে নদীতে মাছ ধরতে এসেছিল জয়নাল। চাষার ছেলে। অশিক্ষিত। বয়স পনের। ওরা গরিব মানুষ। এক বেলা খায় তো আরেক বেলা না খেয়ে থাকে। ...