Wednesday, 6 December 2017

জেলে (JAIL) যাচ্ছে জেলে (FISHERMAN) ! (রম্য কবিতা)

দেশে এখন হচ্ছেটা কী?
শরম লাগে- ভাবতে গেলে
রক্ষকেরা খাচ্ছে গিলে
চুরির একটু সুযোগ পেলে।
সন্ত্রাসীদের কদর ভীষণ
মাছ ভেজে খায় গরম তেলে।
আইনের ওই ফাঁকফোকরে
জেলে (jail) দেখি যাচ্ছে জেলে (fisherman)! 


ছাকিপ খোকাও হচ্ছে চরম;
অপুটাকে নরম পেয়ে
শরীরে ওর চর্বি জমা
তিনবেলা রোজ গরম খেয়ে।




নষ্ট লোকের মিষ্টি জুটে
ভদ্রলোকের জুটছে মুলা
কাজের বেলায় ঠন-ঠনাঠন
খালি ওদের সেল্ফি-তোলা।

ঘাস খেয়ে যায় আমজনতা 
বাটপারেরা খাচ্ছে হাঁস
পকেট ওদের হচ্ছে ভারী
দেশের পিছে দিচ্ছে বাঁশ।

কবি ও কথাশিল্পী 
০১৭৮৫৫৬২০৮০


0 মন্তব্য(গুলি):

Post a Comment