Sunday, 31 December 2017

নববর্ষ নিয়ে মজার কবিতা (আসুন, একটু হাসি)

ও গো নববর্ষ

হে নববর্ষ, 
তুমি তো এলেই না বলে
সারা বাংলায় নির্দয় কুয়াশা ঢেলে
Young মেয়ে, young ছেলে 
করবে fun আজ লজ্জা ফেলে


অনেকেই খাবে মদ
হবে বদ
বলবে, "করিনা কিছু care.
ফাটাফাটি Happy NEW YEAR."


কেউ অভাবে করবে শীতে কাঁপাকাঁপি
কেউ ফুর্তিতে করবে দাপাদাপি
কেউ কষ্টে বলবে, "আহারে!"
কেউ উঠবে খুশির পাহাড়ে।


এ কি তবে বর্ষবরণ?
নাকি পোলা-মাইয়াগো 
চরিত্র হরণ? 
  ছাত্রদের বলি- 
পেতে সঠিক পথের দিশা
দাও বাদ সব বাজে নেশা।


ছাড়ো বিড়ি, ছাড়ো গাজা 
করো শুরু দাঁত মাজা 
করো দূর- মুখের গন্ধ 
ধান্দা করো বন্ধ। 

বন্ধ করো এই ফালতু নাচানাচি 
গানের নামে খালি চেচামেচি 
বাদ দিয়ে দাও ফেসবুকিং 
শুরু করো - টেক্সটবুকিং।

ভুলে যাও-
অতীতের ফালতু স্মৃতি, সব গ্লানি
NEW YEAR হোক মজার, very funny.



প্রভাষক, ইংরেজি 
সদরপুর সরকারি কলেজ, ফরিদপুর 
০১৭৮৫-৫৬২০৮০ 

0 মন্তব্য(গুলি):

Post a Comment