Tuesday, 23 January 2018

হাসপাতালের একেকটি বিছানায় কত কাহিনি জমে আছে !

যেখানে গেলে , হৃদয় গলে জীবনের নানা বাঁকে বড্ড অনিচ্ছা সত্ত্বেও কিছু দিবস-রজনী কাটাতে হয়েছে হাসপাতালে।  হয়তো কাটাতে হবে আরও।  যতবারই আমি হাসপাতালে গিয়েছি- ততবারই খেয়াল করেছি- মনের একটা জায়গা ক্রমশ নরম হয়ে...

Monday, 15 January 2018

আমরা শুধু শুনি- নেতাদের অমৃত বাণী!

নীতি নাই, তাতে কি? ঠিক নেতা হয়েছি তেল-খেল দেখিয়ে এসি রুমে ঢুকেছি। মোর বাণী শুনে যারা করেছিলি বিশ্বাস করে যাব ক্ষতি শোন্ থাকতে এ নিশ্বাস। ভোট পেতে দিন রাতে কত বলি মিছে গো তবুও দেখি- কত গাধা ঘুরে মোর পিছে গো। ঘুষ খেয়ে...