Monday, 15 January 2018

আমরা শুধু শুনি- নেতাদের অমৃত বাণী!


নীতি নাই, তাতে কি? ঠিক নেতা হয়েছি
তেল-খেল দেখিয়ে এসি রুমে ঢুকেছি।

মোর বাণী শুনে যারা করেছিলি বিশ্বাস
করে যাব ক্ষতি শোন্ থাকতে এ নিশ্বাস।

ভোট পেতে দিন রাতে কত বলি মিছে গো
তবুও দেখি- কত গাধা ঘুরে মোর পিছে গো।

ঘুষ খেয়ে ফুলে যাওয়া এই ছিল ধান্ধা
আমজনতার শুধু সম্বল কান্দা।

আমি নেতা পাতি মারি আরামেতে বারো মাস
তোরা কেন অকারণে সারাক্ষণ চিল্লাস?

জোট হয়ে ভোট দিছো- সামনেও ভোট চাই
ভোট ছাড়া আমার আর চাওয়া-পাওয়া কিছু নাই।

গাধা তোরা নেতা মোরে বানাবি রে যতকাল
আগা-গোড়া সব আমি খেয়ে যাব ততকাল।

সামনেও আছে ভোট আমি নেতা তৈরি
দিয়ে দিও ভোটখানা হয়ো না কো বৈরী।

জনতার পিছে বাঁশ, হাতে দিছি হারিকেন
তবুও বোকা পাবলিক ফের ঠিকই ভোট দেন।

(জীবিত, মৃত কিংবা অর্ধমৃত কারও সাথে মিলে যাওয়া অনিচ্ছাকৃত, অনভিপ্রেত কাকতাল মাত্র)

ওয়াদুদ খান
সদরপুর, ফরিদপুর
১২ জানুয়ারি, ২০

অমর একুশে গ্রন্থমেলা-২০১৮ তে বেরিয়েছে তরুণ কথাশিল্পী ওয়াদুদ খানের লেখার সম্পূর্ণ কমেডি উপন্যাস "ফ্যান্টাসি-২"



সংগ্রহের জন্য যোগাযোগ করুন:
০১৭৮৫-৫৬২০৮০

0 মন্তব্য(গুলি):

Post a Comment