(হাজারো বালক/ বালিকার মনের কথা ছন্দে ছন্দে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম)
১. হে বালক
আমার ছোট্ট জীবনে?
সব লুটে এখন ছুটে
পালালি কার কাননে?
মিথ্যে বলে হৃদয় নিলে
ছলে বলে তুমি।
ভালোবেসে গেলাম ভেসে
চোখের জলে আমি।
রাত্রি জেগে প্রেমাবেগে
লিখতে চিঠি কত
এখন দেখি সবই ফাঁকি
তোমার কথা যত।
কিসের তরে গেলে ওড়ে
আমার আকাশ ছেড়ে?
কোথায় গেলে আমায় ফেলে
একলা রেখে ওরে?
আমি এখন আছি কেমন
সেটা কি আর বুঝবে?
হারিয়ে গেলে আঁধার কোলে
তখন আমায় খুঁজবে।
ওহে বালক মনের চালক
তুমি আমার হলে না।
জনম ভরে খুঁজে ফিরে
আমাকে আর পাবে না।
কবিতা লেখার তারিখ: ২০ আগস্ট, ২০১৬ (সন্ধ্যা)
বি.দ্র. যারা ছন্দোবদ্ধ কবিতা লেখার চর্চা করছো তাদের জন্য এই কবিতায় ভাবনার খোরাক আছে। সাথে থাকার জন্য ধন্যবাদ।
২. প্রিয়তমা, করো ক্ষমা
করো ক্ষমা, প্রিয়তমা
বাসবো না ভালো আর
ভালোবেসে গেছি ফেঁসে
লাইফটা ছারখার।
বাসবো না ভালো আর
ভালোবেসে গেছি ফেঁসে
লাইফটা ছারখার।
কত বাঁশ, কত ক্রাশ
খেয়ে যাব বলো না?
মোর কথা, শত ব্যথা
তোমরা তো বুঝলে না।
খেয়ে যাব বলো না?
মোর কথা, শত ব্যথা
তোমরা তো বুঝলে না।
প্রিয়তমা, করো ক্ষমা
'ভালোবাসি' বলবো না
ভুল মতে প্রেম-পথে
আমি আর হাঁটবো না।
'ভালোবাসি' বলবো না
ভুল মতে প্রেম-পথে
আমি আর হাঁটবো না।
আমি একা কত ছ্যাঁকা
খেতে পারি বলো আর?
প্রেম ফেলে যাব চলে
ফিরবো না কভু আর।
খেতে পারি বলো আর?
প্রেম ফেলে যাব চলে
ফিরবো না কভু আর।
করো ক্ষমা, প্রিয়তমা
প্রেম-ট্রেম আর না
খাব গাঁজা, হব রাজা
প্রেম-ট্রেম তবু না।
প্রেম-ট্রেম আর না
খাব গাঁজা, হব রাজা
প্রেম-ট্রেম তবু না।
২২ জুলাই, ২০১৮
0 মন্তব্য(গুলি):
Post a Comment