Sunday, 22 April 2018

ফেসবুকের উদার নীল জমিনে ||| কবিতা

ফেসবুক কার কী উপকার করেছে?
জানি না। 
তবে, আমার করেছে সর্বনাশ।
আগে যেখানে চালাতাম 
কাগজের বুকে কলমের ফলা, 
এখন সেখানে চালাই
মোবাইলের বুকে
ক্লান্ত আঙুল।

সোনালি সকাল, 
রোদেলা দুপুর, 
উদাসী বিকেল, 
নিস্তব্ধ রাত, 
হাজারও জনতার মাঝেও গাঢ় নির্জনতায়  
সারাক্ষণ চোখ পড়ে থাকে 
ফেসবুকের  নীল খাতার পাতায়।

সন্ধ্যার সেই ঝাঁঝাল আড্ডা 
চলে গেছে কমেন্ট বক্সের দখলে।
কতদিন হয়ে গেল 
নীলাকাশ দেখি না।
ছুঁয়েও দেখি না- 
গল্প-কবিতার বই। 
জীবন আজ আবদ্ধ 
ফেসবুকের চার দেয়ালে।
রিয়েল লাইফে কী ঘটছে? 
জানি না আমি। 
আমার ভার্চুয়াল লাইফে
শুধু লাইক আর কমেন্টের খেলা।

আহ! ফেসবুক, 
তুমি না থাকলে,
আমার এই ভয়াবহ সর্বনাশের কথাই বা 
সবাইকে কীভাবে জানাতাম?

তাই,
বারবার হাটি ঘোরের সাথে
একই পথে ....
শুয়ে থাকি-  
ফেসবুকের উদার নীল জমিনে ....
আমার ঘুম আসে না। 
আসে কমেন্ট, শেয়ার, লাইক, রিয়্যাক্ট, 
ওয়াও, হা-হা-হা..... 

ওয়াদুদ খান
প্রভাষক, ইংরেজি বিভাগ 

0 মন্তব্য(গুলি):

Post a Comment