Monday, 1 October 2018

স্মার্ট বনলতা সেন | রোম্যান্টিক কবিতা


শোনো হে একালের জীবনানন্দ-
তুমি কি ভেবেছো কিচ্ছু বুঝি না আমি?
হ্যা, আমি জানি-
শুধু আমার জন্যেই তো 
হাজার বছর ধরে তুমি 
পথ হাঁটিতেছ পৃথিবীর পথে,
সিংহল সমুদ্র থেকে 
নিশীথের অন্ধকারে মালয় সাগরে। 
অনেক ঘুরেছ তুমি, 
অনেক হেটেছ তুমি। 
তুমি আজ বড্ড ক্লান্ত প্রাণ এক- 
আর নয়......... 
আর নয় একা একা হাটাহাটি।
হে নিঃসঙ্গ নিশাচর কবি 
এই দেখো পাশে আছি আমি। 
চেয়ে দেখো চারদিকে জীবনের সমুদ্র সফেন,
দু’দন্ড নয়, অনেক শান্তি দিতে 
একগুচ্ছ গোলাপ হাতে 
পাখির নীড়ের মতো চোখ তুলে চেয়ে  আছি  
আমি একালের স্মার্ট বনলতা সেন। 

লেখাঃ ওয়াদুদ খান
প্রভাষক, ইংরেজি বিভাগ
সদরপুর সরকারি কলেজ, ফরিদপুর।

1 comment: