Sunday, 27 August 2017

ওরাও মানুষ (ভাগ্য শুধু করলো প্রবঞ্চনা)


তোমরা যারা পাঁচতলাতে
বসে ভাবছো, "আমরা মানুষ।"
বুঝবে কি আর গাছতলাতে
যারা আছে, তারাও মানুষ?


রাখাইনের মংডু গ্রামেও
লাল রক্তের মানুষ থাকে।
হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ
সবাই মানুষ- মারছো কাকে?



সূত্র: প্রথম আলো (২৮/০৮/১৭)


জ্বলছে মানুষ, পুড়ছে মানুষ
মরছে মানুষ, মানবতা
রক্ত লাল নহর দেখেও
মানুষেরই নিরবতা।


জগতজুড়ে এত মানুষ
তবুও মানুষ খুঁজে যাই।
দেখতে লাগে মানুষ মানুষ
আসলে আর মানুষ নাই।

ওয়াদুদ খান
সদরপুর, ফরিদপুর
২১ নভেম্বর, ২০১৬

0 মন্তব্য(গুলি):

Post a Comment