"মানুষকে তাজা খাও", এই বাজে নীতি যার
অশান্তি লাগালে হয় দিল খুশি যার
চেনো নাকি তারে কেউ?
নারী-শিশু কেঁদে দিলে করে ওঠে ঘেউঘেউ।
তিন বেলা খায় সে যে মানুষের মাংস
শান্তিকে বেঁচে দিয়ে কিনে আনে ধ্বংস
দেখেছো কি তাঁরে কেউ?
শিশু-নারী কেঁদে দিলে করে ওঠে ঘেউঘেউ।
নোবেলটা পেয়ে গেছে রাক্ষসী সু-চিটা
তবে কেন বঞ্চিত কসাই আর মুচিটা?
কসাইটা গরু খালে, মানুষ তো খালে না
নোবেলটা চাই তাঁর, ইচ্ছেটা টলে না।
ছবিটি ফেসবুক থেকে সংগৃহিত |
ঋণ দিয়ে সুদ নিয়ে চুষে খেয়ে রক্ত
জন মহাজন হলো গরিবের ভক্ত
চেনো নাকি তাঁরে কেউ?
গরিবেরা কাছে গেলে করে ওঠে ঘেউঘেউ।
সুদ খেয়ে হাসি দেয় গরিবের বন্ধু
এক ফোঁটা জল ঢেলে ভেবে নেয় সিন্ধু।
দেখেছো কি তারে কেউ?
গরিবেরা কাছে গেলে করে ওঠে ঘেউঘেউ।
নোবেলটা পেয়ে গেছে দেশ সেরা সুদখোর
তবে কেন বঞ্চিত নিয়মিত গাঁজাখোর?
গাঁজা খেয়ে করেনি তো অন্যের অপকার
এবারের নোবেলটা এক দফা, দাবি তাঁর।
লেখা: ওয়াদুদ খান
০৩ সেপ্টেম্বর, ২০১৭
টাঙ্গাইল
0 মন্তব্য(গুলি):
Post a Comment