Sunday, 27 August 2017

মৃত্যু (একদিন মাটির বিছানা হবে ঘর!)


চেয়ে দেখি হঠাৎ করে
আজরাইল দাঁড়িয়ে দ্বারে
নিয়ে যেতে এসেছে ও রে
প্রাণপাখি মোর জনমের তরে।

এ পৃথিবী ছেড়ে একদিন
যেতে হবে একা, সঙ্গীবিহীন
ঘুরেছি ফিরেছি আমি
ভাবিনি তো কোনোদিন!

খাটিয়া 


আজরাইলকে দেখে
বললাম ডেকে,
" ও ভাই,
যাবার ক্ষণে কিছু বলে যেতে চাই।"

একটুও দেরী  না করে
আমার গলার মধ্যে ধরে
বলে, "ব্যাটা, হায়!
তোর সময় আর নাই।"

একটু সময় না দিয়ে আমায়
দেহ হতে প্রাণপাখি নিয়ে যায়।
রওনা হলাম আজকে সেথায়
শুরু আছে, শেষ নাই কো যেথায়।

এতকাল আহা
ভেবেছিনু আমার যাহা
রইলো পড়ে তার সবই।
মূল্যহীন জিনিসেরে
দাম দিয়েছিনু খুবই।

[বি.দ্র. হাইস্কুলে যখন পড়তাম, তখন এই কবিতাটি লিখেছিলাম।]

আসুন, স্রষ্টায় (আল্লাহ) বিশ্বাসী হই। মন থেকে ঝেড়ে ফেলি অবিশ্বাসের কীট।

লেখা: ওয়াদুদ খান
সদরপুর, ফরিদপুর
২২ এপ্রিল, ২০১৬

0 মন্তব্য(গুলি):

Post a Comment