Monday, 16 April 2018

নাই নাই নাই (দুটি বৈশাখী রম্য কবিতা)



এক.

বৈশাখী মেলা আছে,
বৈশাখী খেলা নাই।
মেলায় গিয়ে ঠেলা খেলে
তাতে মনে জ্বালা নাই।

পুলিশের তুলনায় আজ দেশে ইলিশ নাই।
বসন্ত আছে তবে সেই
কোকিল নাই।
হামলা হলেও মামলা নাই,
মামলা হলেও ভালো উকিল নাই।

গরীবের যতো দোষ,
ধনীদের দোষ নাই।
ঘুষ খাবার বেলায়
ওদের কোনো হুশ নাই। 
সুদের তুলনায় আজ দেশে
গরুর দুধ নাই।

প্রচুর নেতা আছে,
নেতার কোনো নীতি নাই।
মানুষে মানুষে কোনো প্রীতি নাই। 
দেশে পরীক্ষা আছে,
তবে পড়াশোনার গোষ্ঠী নাই।
যতো প্রশ্ন ফাঁস আছে,
দেশে ততো হাঁস নাই।

মেধা আছে, তবে কোটা নাই
কোটার খোটা ছাড়া আর চাকরি নাই।
যার আজ খালু নাই, মামু নাই
চাকরির বাজারে তার
আম-ছালা নাই।
পাছায় আজ বাঁশ আছে,
গলায় কোনো মালা নাই।

দুই. 

পকেট আছে টাকা নাই
সবার মন আছে,
তবে কারো মন আজ ফাকা নাই।
গরম আছে তবে শরম নাই।

শোক আছে, মনে সুখ নাই
প্রেম ভাংগে তাতে দুখ নাই।
নষ্ট হই তাতে কষ্ট নাই।
বাজারে লেবু আছে,
তাতে একফোঁটা রস নাই।
গরীবের কাম আছে তবে
কামের দাম নাই।
আলুর তুলনায় আজ বালু নাই।

সাধ আছ কিন্তু সাধ্য নাই। 
গরীবের চিত্ত আছে কিন্তু বিত্ত নাই।

প্রেম আজ মুখে বলে,
কিন্তু সেটা বুকে নাই।
সবাই খুব মুডে চলে,
আসলে কেউ সুখে নাই। 

ওয়াদুদ খান 
কবি ও কথাশিল্পী 

0 মন্তব্য(গুলি):

Post a Comment