দাড়িগুলো পেকে শেষ
উঠে গেল সব কেশ
বয়সটা ছুঁয়ে গেল পঞ্চাশ।
দাড়ি-গোঁফ পেকে সাদা
বাচ্চারা ডাকে দাদা
উঠে গেল চাপা থেকে দুই দাঁত।
রস-কষ ঠিকই আছে
লাফ দিয়ে উঠি গাছে
তারুণ্যে ভরে আছে মন-প্রাণ।
বয়সটা পায়ে ঠেলে
যুবাদের আছি দলে
মানি না, মানবো না বয়সের কাছে হার।
ওয়াদুদ খান
২০ মার্চ, ২০১৮
উঠে গেল সব কেশ
বয়সটা ছুঁয়ে গেল পঞ্চাশ।
দাড়ি-গোঁফ পেকে সাদা
বাচ্চারা ডাকে দাদা
উঠে গেল চাপা থেকে দুই দাঁত।
রস-কষ ঠিকই আছে
লাফ দিয়ে উঠি গাছে
তারুণ্যে ভরে আছে মন-প্রাণ।
বয়সটা পায়ে ঠেলে
যুবাদের আছি দলে
মানি না, মানবো না বয়সের কাছে হার।
ওয়াদুদ খান
২০ মার্চ, ২০১৮
0 মন্তব্য(গুলি):
Post a Comment