নই তো লেখক, তাই বলে কি
মনের কথা লিখবো না?
আমার মনের দহন ব্যথা
ইচ্ছে মতো আঁকবো না?
নই তো কবি, তাই বলে কি
আসবে না মোর ছন্দ?
সরবে না কি তৈরি হওয়া
মনের দ্বিধা দ্বন্দ্ব?
নই তো ধনী, তাই বলে কি
স্বপ্ন আমার থাকবে না?
জন্ম থেকে মৃত্যু অব্দি
পাবো কেবল সান্ত্বনা?
আতেল আমি, তবুও লিখি
বেতাল মনের কবিতা।
নিজের...
Tuesday, 29 August 2017
অকারণ মরণ (এক মেধাবী ছাত্রের ঝরে যাওয়ার কাহিনি)

আছি
মৃত্যুর কাছাকাছি
যাবো চলে
সব ফেলে
ঐ দূর পরপারে
কেউ কি খুঁজবে আমায়
রাতের অন্ধকারে?
এখান থেকে শুরু
পর্ব-১
অবশেষে মরণ হলো আমার।
পৃথিবীতে কেউ অমর নয়। তাই, আমি যে মরলাম-...
- শেয়ার করুন:
- ফেসবুক
- টুইটার
- গুগল প্লাস
ক্ষয় (করুণ প্রেম ও অবক্ষয়ের কাহিনি)

তোর মতো আমারও একটা মন ছিল। কিন্তু সেই মনের দরজায় মস্ত এক তালা ঝুলিয়েছিলাম। কেননা, কারও ভালোবাসা পাবার যোগ্য আমি ছিলাম না। এই যান্ত্রিক পৃথিবীতে ভালোবাসা পেতে কিংবা দিতে বুক বোঝাই ভালোবাসা নয়, লাগে পকেট বোঝাই টাকা।...
- শেয়ার করুন:
- ফেসবুক
- টুইটার
- গুগল প্লাস
Sunday, 27 August 2017
ওরাও মানুষ (ভাগ্য শুধু করলো প্রবঞ্চনা)

তোমরা যারা পাঁচতলাতে
বসে ভাবছো, "আমরা মানুষ।"
বুঝবে কি আর গাছতলাতে
যারা আছে, তারাও মানুষ?
রাখাইনের মংডু গ্রামেও
লাল রক্তের মানুষ থাকে।
হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ
সবাই মানুষ- মারছো কাকে?
সূত্র: প্রথম আলো...
- শেয়ার করুন:
- ফেসবুক
- টুইটার
- গুগল প্লাস
মৃত্যু (একদিন মাটির বিছানা হবে ঘর!)

চেয়ে দেখি হঠাৎ করে
আজরাইল দাঁড়িয়ে দ্বারে
নিয়ে যেতে এসেছে ও রে
প্রাণপাখি মোর জনমের তরে।
এ পৃথিবী ছেড়ে একদিন
যেতে হবে একা, সঙ্গীবিহীন
ঘুরেছি ফিরেছি আমি
ভাবিনি তো কোনোদিন!
খাটিয়া
আজরাইলকে দেখে
বললাম ডেকে,
"...
- শেয়ার করুন:
- ফেসবুক
- টুইটার
- গুগল প্লাস
আমি যখন কলেজ টুডেন্ট (স্টুডেন্ট)

এতদিন তাও সহ্য হচ্ছিল।ইন্টারে ভর্তি হবার পর মাথায় আর কাজ করছিল না। প্রেমের জোয়ারে সবাই ভাসছে। শুধু আমি একাই সিঙ্গেল সবার প্রেম কাহিনি শুনতে শুনতে আমিও প্রেমকাতর হয়ে গেলাম।
কিন্তু আমার সাথে কে প্রেম করবে?...
- শেয়ার করুন:
- ফেসবুক
- টুইটার
- গুগল প্লাস