নারী মানে কারো মাতা,
নারী মানে কারো ভগ্নি।
তবুও এই নারীই জ্বালায়
পুরুষ হৃদয়ে প্রেমের অগ্নি।
নারী মানে মায়া,
নারী মানে অপার মমতা।
এই নারীই রাখে
পুরুষকে ক্ষয় করার ক্ষমতা।
নারী মানে অগাধ বিশ্বাস।
এই নারীই হয় ছলনাময়ী,
পুরুষের করে সর্বনাশ।
নারী মানে প্রেরণা,
নারী মানে এগিয়ে যাবার সিড়ি।
এই নারীর প্রেমানলে পুড়ে,
অনেক পুরুষ টানে গাজা, বিড়ি।
নারী হলো প্রিয়া,
নারী হলো প্রিয়া থেকে শেষে বউ।
পুরুষ হৃদয়ে নারীই তোলে
পানি ছাড়া প্রেম সাগরের ঢেউ।
নারী হলো ছন্দ,
নারী হলো ভাষা,
নারী হলো
কবির কবিতাখানি।
নারী হলো দুর্গা,
নারী হলো লক্ষ্মী।
এই নারীই মারে ছোবল,
বিষাক্ত কালনাগিনী।
লেখা: ওয়াদুদ খান
৩১ আগস্ট, ২০১৪
0 মন্তব্য(গুলি):
Post a Comment