বাঙালির কথা চলে
পেলে কোনো ইস্যু
কথা ছাড়া জানে না তো
এরা আর কিচ্ছু।
'ও' তে ওড়না চাই
টানাটানি এই নিয়ে
বিতর্কে সয়লাব
দেখো ফেসবুকে চেয়ে।
হিন্দু কি মুসলিম
বাঙালি দাবী যার
মার্জিত যে নারী
ওড়না চাই তার।
হাফ-প্যান্ট, গেঞ্জি
যে নারীর সজ্জা
"ওড়না চাই"- শুনতে
লাগে তার লজ্জা।
'আধুনিক' মানে তবে
ওড়নাটা লাগবে না?
বাঙালির রুচিবোধ
তবে কি আর থাকবে না?
[কবিতার প্রেক্ষাপট শিশুদের বইয়ে শেখানো হচ্ছে- ও তে ওড়না চাই। আর তাই নিয়ে চলছে ফেসবুকে বিতর্ক।]
লেখা: ওয়াদুদ খান
৪ জানুয়ারি, ২০১৭
সদরপুর, ফরিদপুর।
পেলে কোনো ইস্যু
কথা ছাড়া জানে না তো
এরা আর কিচ্ছু।
'ও' তে ওড়না চাই
টানাটানি এই নিয়ে
বিতর্কে সয়লাব
দেখো ফেসবুকে চেয়ে।
হিন্দু কি মুসলিম
বাঙালি দাবী যার
মার্জিত যে নারী
ওড়না চাই তার।
হাফ-প্যান্ট, গেঞ্জি
যে নারীর সজ্জা
"ওড়না চাই"- শুনতে
লাগে তার লজ্জা।
'আধুনিক' মানে তবে
ওড়নাটা লাগবে না?
বাঙালির রুচিবোধ
তবে কি আর থাকবে না?
[কবিতার প্রেক্ষাপট শিশুদের বইয়ে শেখানো হচ্ছে- ও তে ওড়না চাই। আর তাই নিয়ে চলছে ফেসবুকে বিতর্ক।]
লেখা: ওয়াদুদ খান
৪ জানুয়ারি, ২০১৭
সদরপুর, ফরিদপুর।
0 মন্তব্য(গুলি):
Post a Comment