Sunday, 3 September 2017

প্রাইভেট না পড়লে কি ভালো রেজাল্ট করা যায়?

(Private) প্রাইভেট পডাটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে সুজন। গা কাঁপানো শীত কিংবা শরীর ঝলসানো রোদ্দুর- কোনোকিছুই ওকে আটকাতে পারেনি। মাঝে মাঝে ঝুম বৃষ্টিতেও কাক ভেজা হয়ে চলে আসতো প্রাইভেটে।

কলেজ স্টুডেন্টস

ভেবেছিলাম, ইংরেজি কঠিন একটা সাবজেক্ট তাই প্রাইভেট পড়ছে সারা বছর। কিছুদিন আগে দেখলাম অর্থনীতিও প্রাইভেট পড়ছে ছেলেটা। কারণ জানতে চাইলে বলল, "স্যার, ইকনোমিকসে ম্যাথম্যাটিক্যাল কিছু ব্যাপার স্যাপার আছে। প্রাইভেট না পড়লে বোঝা মুশকিল।"

এর ঠিক কয়েকদিন পর দেখলাম ভূগোল প্রাইভেট পড়ছে সুজন। কারণ জানতে চাইলে বলল, "কারণ হলো, ভূগোলে কিছু চিত্র টিত্র আছে যা প্রাইভেট না পড়লে মাথায় ঢুকবে না।"

"আর কোন কোন সাবজেক্ট প্রাইভেট পড়ো?"

"আইসিটি। জানেন তো স্যার, আইসিটিতেও ম্যাথ আছে। প্রাইভেট না পড়লে কোনো উপায় নেই।"

"বাংলা কেন পড়ছো না? বাংলা গ্রামার তো অনেক কঠিন। তোমার মাথায় ঢুকবার কথা নয়।"

"জি স্যার। বাংলা প্রাইভেট পড়ার জন্য ব্যাচ রেডি করেছিলাম। স্যার হঠাৎ বদলী হয়ে যশোর এম এম কলেজে চলে গেলেন, তাই স্টার্ট করতে লেট হয়ে গেল। নেক্সট উইক থেকে নতুন এক টিচারর কাছে প্রাইভেট শুরু করছি আমরা।"

এই হলো সুজন। এ প্লাস পাওয়ার কথা স্বপ্নেও হয়তো কল্পনা করে না ছেলেটা। তবুও বছর জুড়ে অল সাবজেক্ট প্রাইভেট পড়ে।

সুজনদের দিকে তাকালে বোঝা যায় দেশ এগিয়ে যাচ্ছে। এবং কলেজের ক্লাসগুলোতে প্রচুর পড়ানো এবং বোঝানো হয়- সেটাও উপলব্ধি করা যায়।

ক্লাসে ইদানীং এত পড়ানো হয়, আর এত বোঝানো হয় যে- ছেলে মেয়েরা ক্লাসের পড়া কিছুই বোঝে না।

ওয়াদুদ খান
সদরপুর, ফরিদপুর  
লেখার তারিখ- ০৩ সেপ্টেম্বর, ২০১৪ 

0 মন্তব্য(গুলি):

Post a Comment