Saturday, 23 September 2017

কাকা, ভালো-মন্দে মিলেমিশে এই এলাকায় থাকা

সদরপুরে আছি- 
রাতের কথা বাদই দিলাম, দিনের বেলায় মাছি। 
হালকা বৃষ্টি হলে-
রাস্তাগুলো যায় গো ডুবে তাতেই হাটু জলে। 
ক্যামনে বলো বাঁচি-
চাচার থেকে এই এলাকায় বেশি বুঝেন চাচি।
হয়েছে মোর জ্বালা- 
বাপের দেখি  নাই গো অন্ন, পোলাও খাচ্ছে পোলা। 
কী আর বলবো ভাই-
সকাল-সন্ধা-মধ্যরাতে কারেন্ট যে আর নাই। 
মেজাজ থাকে হট-
বিদ্যুতের জন্য করলে মিছিল, চাকরি হবে নট। 
আহা, কত গরম-
গা বাঁচাতে খুললে কাপড়, লাগে না আর শরম। 
কারেন্ট ছাড়াই ডিজিটাল-
আমরা কি আর মানুষ আছি, হয়েছি সব গরুর পাল। 


সিদ্দিক ভাইয়ের সাথে আড্ডারত

(বি.দ্র. সুমনা লাইব্রেরিতে প্রতিদিন সন্ধ্যায় গল্প করতে বসলে, সিদ্দিক ভাই বলেন, "স্যার এত কবিতা লিখেন কিন্তু সদরপুরের কারেন্ট নিয়ে কোনো কবিতা লিখেন না কেন?" আমি প্রতিদিনই বলি, "হ্যা, লিখব।" কিন্তু লেখা আর হয়ে ওঠে না। অবশেষে আজকে দোকানে বসেই লিখে ফেললাম। এটি একটি ফান পোয়েম। প্লিজ, কেউ সিরিয়াসলি নিবেন না।)

ওয়াদুদ খান
২৪ সেপ্টেম্বর, ২০১৬

1 comment: